বিদেশ

মালয়েশিয়ায় ভয়াবহ ভূমিধসে মৃত ১২, নিখোঁজ বহু

মালয়েশিয়ায় ভোররাতে ভূমিধসে বেঘোরে প্রাণ হারালেন কমপক্ষে ১২ জন।  এখনও ধ্বংসস্তুপের তলায় অনেকের চাপা পড়ে থাকার সম্ভবনা রয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ২০জন। যার জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মৃতদের মধ্যে একজন ৫ বছর বয়সী শিশুও রয়েছে। অকুস্থল কুয়ালালামপুরের উত্তরে স্থিত সেলাঙ্গর।  স্থানীয় সময় গতকাল রাত ৩টে নাগাদ ধস নামে বলে জানা গিয়েছে। যেখানে ধস নামে, ঠিক সেখানেই একটি পর্যটকদের ক্যাম্প ছিল। ঘুমন্ত অবস্থায় ধসের কাদা, মাটি ও পাথরের নীচে চাপা পড়ে যান ক্যাম্পে আসা পর্যটকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও পুলিস বাহিনী। স্থানীয়দের সহায়তায় শুরু হয় উদ্ধার কাজ।  অনেককেই উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ক্যাম্পটিতে সেই সময় ৯০ জন ছিলেন। প্রায় ৫২ জনকে নিরাপদ অবস্থায় উদ্ধার করা গিয়েছে। জখম হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ৮জন।  বর্তমানে উদ্ধার কাজে প্রায় ৪০০জন নিযুক্ত রয়েছেন।