পূর্বাভাস মতোই বৃষ্টির দাপট কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে । তবে শুক্রবারও সকাল থেকে আকাশের মুখ কালো মেঘে ঢাকা । দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে । গত দু’দিনের মতো মুষলধারে অবশ্য বৃষ্টি হয়নি এখনও। দক্ষিণবঙ্গে আজ শুক্রবার এবং আগামিকাল শনিবার বৃষ্টি নিয়ে কোনও সতর্কবার্তা নেই আলিপুর আবহাওয়া দফতরের তরফে। গত দু’দিনে ঘনীভূত নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলের ওপর যে নিম্নচাপটি ছিল তা পূর্বাভাস মতো বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলে সরে গিয়েছে । সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার ওপরে একটি চক্রবৎ ঘূর্ণাবর্ত রয়েছে । তার উপর মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে । সেটি সুরাতগড়, ভিওয়ানি, আলিগড়, বান্দা, ডালটনগঞ্জ, দিঘা এবং দক্ষিণ-পূর্ব থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে গিয়েছে । নিম্নচাপ অঞ্চলটি যেহেতু ঝাড়খণ্ডের দিকে সরে গিয়েছে তাই বৃষ্টির পরিমাণ কমবে আগামী দু’দিনে । তবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । ১৩ থেকে ১৬ জুলাই উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । জেলার বেশির ভাগ অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে । তবে সর্বত্র নয় । আগামী সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ মিলিমিটার) হতে পারে । সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে আগামী বুধবার পর্যন্ত । রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে ৷ সেদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা। মঙ্গলবার জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে । বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।


