জেলা

মুর্শিদাবাদ ও ঝাড়গ্রামে বাজ পড়ে মৃত ৪, আহত ৬

মুর্শিদাবাদ জেলার ভরতপুরে বৃহস্পতিবার মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হল দুই ব্যাক্তির, গুরুতর জখম আরো তিন। এর পাশাপাশি সামসেরগঞ্জে বাজ পড়ে একজনের মৃত্যু হয়। আহত হন তিনজন। ঝাড়গ্রাম জেলার শালবনীতে ও বাজ পড়ে একজনের মৃত্যু হয়।

জানা গিয়েছে,বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর দু’নম্বর ব্লকের অন্তর্গত কাগ্রাম এলাকার মাঠে কাজ করবার সময় বজ্রাঘাতে মৃত্যু হল হাবিব শেখ (২৪) এবং নেকবস শেখ (২৬) নামের দুইজনের এবং গুরুতর জখম হয়েছেন বজ্রাঘাতে হেলু শেখ, আমিনুর শেখ এবং হেরু শেখ নামের তিন ব্যক্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ।আশঙ্কাজনক অবস্থায় মোট পাঁচজনকে প্রথমে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন এবং অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক থাকাই তাদের প্রাথমিক চিকিৎসা করার পর উন্নত চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করেন সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসকেরা । এর পাশাপাশি সালার থানার পুলিশ ঘটনার খবর পেয়ে মৃত দুই ব্যক্তির দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য এবং সামগ্রিক ঘটনা তদন্ত ইতিমধ্যেই শুরু করে খতিয়ে দেখছে মৃত্যুর কারণ কি। সালার থানার পুলিশ সূত্রে খবর, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছেগোটা এলাকা জুড়ে। কান্নার রোল পরিবার জুড়ে এবং শোকের ছায়া গোটা গ্রামে। অন্যদিকে সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে  নদীর ধারে থাকা অবস্থায় হঠাৎ বাজ পড়ে মৃত্যু হলো এক যুবকের। আহত আরো তিন। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার লক্ষীনগরে। মৃত ওই যুবকের নাম সালাউদ্দিন শেখ(২১)। তার বাড়ি ফরাক্কা থানার মহেশপুর গ্রাম পঞ্চায়েতের এনায়েতনগর গ্রামে। মাস কয়েক আগেই বিয়ে হয়েছিলো ওই যুবকের। জানা গিয়েছে, এদিন দুপুরে পাশের গ্রাম লক্ষীনগরের গঙ্গা নদীর ধারে এসেছিলেন ওই যুবক। সেসময় নদীতে থাকা একটি নৌকা ডাঙাতে নিয়ে আসার জন্য কাজ করছিলেন আরো তিন যুবক।