বিদেশ

ঋষি সুনাককে হারিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস

পারলেন না ঋষি সুনাক । বরিস জনসনের উত্তরসূরি হওয়ার দৌড়ে জিতলেন বিদেশ মন্ত্রী লিজ ট্রাস। আগামিকাল  মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। মার্গারেট থ্যাচার, টেরেসা মে’র পরে লিজ ট্রাস হলেন তৃতীয় মহিলা, যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন।  দলের একাধিক মন্ত্রীর বিদ্রোহের ধাক্কায় গত জুলাই মাসে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন বরিস জনসন। তাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত তথা বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তির জামাই ঋষি সুনাক। প্রথম দিকে কনজারভেটিভ পার্টির সাংসদদের ভোটে এগিয়ে থাকলেও ক্রমশই পিছিয়ে পড়তে থাকেন তিনি। ঋষি যাতে প্রধানমন্ত্রী হতে না পারেন তার জন্য পিছন থেকে কলকাঠি নাড়তে শুরু করেন বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন।  পরবর্তী প্রধানমন্ত্রী বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছিলেন কনজারভেটিভ পার্টির সদস্যরা। এক লক্ষ ৬০ হাজারের বেশি সদস্য ভোট দেন। ভোট গণনা শুরু হতেই প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের চেয়ে পিছিয়ে পড়েন ঋষি সুনাক। গণনা যত এগিয়েছে ততই বেড়েছে ব্যবধান। ভোট গণনা  শেষ হতে দেখা যায়, লিজ ট্রাস পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। আর ঋষি পেয়েছেন ৬০ হাজার ৩৯৯টি ভোট। অর্থা‍ৎ প্রায় ২১ হাজার বেশি ভোট পেয়েছেন লিজ।  প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই বরিস জনসনের ঘনিষ্ঠ লিজ জানিয়েছেন, দেশকে জ্বালানি সঙ্কট থেকে মুক্তি দেওয়া এবং কর ব্যবস্থায় আমূল বদল আনাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী দুই বছর সেই লক্ষ্য নিয়েই কাজ করবেন।’