কলকাতা

পুজোতে কেনাকাটার সুবিধার জন্যে বিশেষ বাস চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের

আগামী ২৫ তারিখ মহালয়া। আর পুজো মানেই নতুন নতুন সাজ-পোশাক, শপিং-এর উত্তেজনা। সেই নিয়ে বাঙালীর তাড়াহুড়োও কিছু কম থাকে না। চাইলেও সপ্তাহে প্রতিদিন অফিস-কাছারি সেরে শপিং করতে যাওয়া সম্ভব হয় না। তাই সপ্তাহন্ত বেছে নিতে হয়। আর সবারই একইরকম পরিকল্পনা থাকে। তাই ওইদিন গুলিতে বাস-ট্রামে দেখা যায় বেশী ভিড়। আর সবটাই জমিয়ে শপিং করার জন্যে কলকাতার উত্তর থেকে দক্ষিণ প্রান্তে দৌড়ন মানুষ। কিন্তু বাসের ভিড় যেন সমস্ত উত্তেজনা কেড়ে নেয়। তাই এবার কলকাতাবাসীদের কথা ভেবেই, সরকার নিল নয়া উদ্যোগ। আজই ঘোষণা হয়েছে, আগামী ১০ তারিখ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চালু করা হল, পুজোর কেনাকাটার জন্যে স্পেশাল বাসের। যা শুধুমাত্র শনি ও রবিবারই বরাদ্দ থাকবে। সঙ্গে ভাড়া একই থাকবে। এবং স্পেশাল বাসের সময়কাল থাকবে, ৫ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। সরকারি ছুটির দিনগুলিতে স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসপ্লানেড থেকে হাওড়া স্টেশন- HD (CSTC)-2, TD(CSTC)-2, ট্রিপ-৬
S12, S-47A

এসপ্লানেড থেকে ডানলপ- PD(CSTC)-2, BD(CSTC)-2, ট্রিপ-৩ টা
S-9A,S-57

শ্যামবাজার থেকে ব্যারাকপুর কোর্ট- বাগবাজার বাসস্ট্যান্ড। S-32 এবং SG11

গড়িয়াহাট থেকে হাওড়া স্টেশন- SG
-10A
গড়িয়াহাট থেকে পণ্যশ্রী- S-4
গড়িয়াহাট থেকে বেহালা চৌরাস্তা- S-3W/S-22