শনি ও রবিবার একাধিক লোকাল ট্রেন বাতিল করলো পূর্ব রেল।পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা থেকে রবিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দমদম স্টেশনে মেন আপ লাইনে মেরামতির কাজ হবে। সেই কারণেই দু’দিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে পূর্ব রেল। শনিবার শিয়ালদা থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই দিন বনগাঁ থেকে বাতিল হয়েছে দু’টি লোকাল ট্রেন। একটি লোকাল ট্রেন বাতিল হয়েছে ডানকুনি থেকে।রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল হয়েছে। বনগাঁ থেকে বাতিল হয়েছে ৩টি লোকাল ট্রেন। হাবড়া থেকে ২টি ট্রেন বাতিল করা হয়েছে। হাসনাবাদ থেকেও ২টি ট্রেন বাতিল করা হয়েছে। ডানকুনি থেকে ৩টি, দত্তপুকুর থেকে ২টি এবং বারাসত থেকে বাতিল করা হয়েছে আরও ১টি লোকাল ট্রেন। রবিবার সকাল ৭টা ২ মিনিটের বদলে সকাল ৮টা ১০ মিনিটে বারাসত স্টেশন থেকে ছাড়বে বারাসত-দত্তপুকুর লোকাল ট্রেন(Local Train) বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। এরপর রবিবার বেলার দিকে ট্রেন পরিষেবা ওই শাখায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে বলে জানানো হয়েছে।