জেলা

ট্রেন অবরোধে রণক্ষেত্র অশোকনগর, লাঠিচার্জ পুলিশের, বনগাঁ শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল!

বনগাঁ শিয়ালদহ শাখার আপ লাইনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। অবরোধকারীদের হাঁটাতে লাঠিচার্জ পুলিশের, যাত্রীদের হাতে আক্রান্ত এক পুলিশ কর্মীও। ট্রেন যাত্রীদের মারে রক্তাক্ত অশোকনগর থানার এক সাব ইন্সপেক্টর। আটক বেশ কয়েক জন যাত্রী। ট্রেনের যাত্রাপদ বদল হয়েছে বনগাঁ মাঝেরহাট লাইনে, লোকাল বন্ধ করে দেওয়া হয়েছে। বনগাঁ বারাসাত লোকাল পরিবর্তন করে আগের যাত্রা পথ রাখতে হবে এই দাবিতে অশোকনগরের ট্রেন অবরোধ হয় শুক্রবার সকাল থেকে। এই মুহূর্তে অশোকনগরে শিয়ালদহ বনগাঁ শাখার আপ ডাউনের ট্রেন চলাচল বন্ধ। বন্ধ রয়েছে যশোর রোড। রেল অবরোধকারীদের দাবি সকালে বনগাঁ মাঝেরহাট যে ট্রেন রয়েছে সেই ট্রেনটি পুজোর আগে থেকে বনগাঁ টু বারাসাত করে দেওয়া হয়েছে। অবরোধকারীদের দাবি, বনগাঁ টু মাঝেরহাট লোকাল করতে হবে বারবার রেল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ না মানায় তারই প্রতিবাদে এই বনগাঁ শিয়ালদহ শাখার অশোকনগর রেলস্টেশনে অবরোধ করেন যাত্রীরা।