কলকাতা

৭৫ শতাংশ যাত্রী সংখ্যা নিয়ে রাজ্যে স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা

৭৫ শতাংশ আসনে যাত্রী নিয়ে রাজ্যে স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা৷ মানতে কঠোর করোনা বিধি নিষেধ৷ নতুন ঘোষণা অনুযায়ী, ভোর ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চলাচল করবে৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী মঙ্গলবার এমনটাই জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘রাজ্য সরকারের পরামর্শ মেনে করোনা বিধি রাজ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে৷ কিন্তু ৭৫ শতাংশ আসনে যাত্রী নিয়ে চলাচল করবে ট্রেনগুলি৷ অন্যান্য কোচিং ট্রেন, মেল-এক্সপ্রেস ট্রেন, দীর্ঘ দূরত্বের যাত্রীবাহী ট্রেন, পার্সেল ট্রেন, মালবাহী ট্রেন সময়সূচী অনুযায়ী চলবে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে কোভিড-১৯ সম্পর্কিত সমস্ত প্রোটোকল এবং সমস্ত প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা, যেমন, মাস্ক পরা, সামাজিক দূরত্ব ইত্যাদি কঠোরভাবে মেনে চলার জন্য।’’