শহরে শুরু হতে চলেছে সিনেমার সবচেয়ে বড়ো উৎসব। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ । ইতিমধ্যেই KIFF-এর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে প্রতিযোগিতা বিভাগে মনোনীত ছবিগুলির তালিকা। এদিন রবীন্দ্র সদনে প্রকাশিত হল ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগো। এবারের উৎসবেও থাকছে মোট ১৫টি বিভাগ – ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, এশিয়ান সিলেক্ট (NETPAC), বেঙ্গলি প্যানোরমা, সিনেমা ইন্টারন্যাশনাল, স্পেশাল স্ক্রিনিং, আনহার্ড ইন্ডিয়া, ইন্ডিয়ান শর্ট ফিল্মস, ডক্যুমেন্টারি ফিল্মস; সঙ্গে থাকছে মাস্টারক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, রেট্রোস্পেকটিভ, ট্রিবিউট-সহ বেশ কয়েকটি বিভাগ৷