দেশ

বিজেপির বিরুদ্ধে সরব, মহুয়ার পাশে দাঁড়ানোর শাস্তি, দল থেকে সাসপেন্ড বিএসপি সাংসদ দানিশ আলি

শুরু থেকেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে বিজেপির ষড়যন্ত্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিএসপি সাংসদ দানিশ আলি। এমনকী সংসদে তাঁর জাত-ধর্ম নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরি। এসব নিয়ে অবশ্য একটি শব্দও খরচ করতে দেখা যায়নি মায়াবতীকে। তবে প্রকাশ্যে বিজেপি বিরোধিতা ও ইন্ডিয়া জোটের পাশে দাঁড়ানোয় মায়াবতীর রোষের মুখে পড়লেন দানিশ। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করলেন বিএসপি সুপ্রিমো মায়াবতী।  সম্প্রতি দানিশ আলি জোরাল ভাবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাড়িয়েছিলেন। কিছুদিন আগে সংসদে অত্যন্ত কুৎসিত ভাষায় নিশানা করেছিলেন বিজেপি সাংসদ রমেশ বিদুরি। সেই দানিশকে দল থেকে সাসপেন্ড করল মায়াবতীর দল। মহুয়ার পাশে দাঁড়ানোর জন্যই কি তাঁর উপরে শাস্তির খাঁড়া নেমে এল? নাকি বেশি কংগ্রেস ঘনিষ্ঠতাই এই সাসপেনশনের কারণ? এনিয়ে উঠছে প্রশ্ন। দলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, দল বিরোধী কাজের জন্যই দানিশকে সাসপেন্ড করা হল। কারণ তাঁকে বারবার বলার পরও অবাঞ্ছিত মন্তব্য ও দলের নীতি বিরোধী কার্যকলাপ থেকে তিনি বিরত হননি। তাই দানিশকে সাসপেন্ড করা হল।এদিকে, দলের ওই অভিযোগ অস্বীকার করেছেন দানিশ। সংবাদমাধ্যমে তিনি বলেন, সারাজীবন দলের হাত শক্ত করতে কাজ করে গিয়েছি। এমন কোনও কাজ করিনি যাতে দলের ভাবমূর্তির কোনও ক্ষতি হয়। আমরোহার মানুষ তার সাক্ষী। বিজেপির জনবিরোধী কার্যকালাপের বরাবর বিরোধিতা করে এসেছি। ভবিষ্যতেও তা করব। এটা করা যদি অপরাধ হয় তাহলে তা আমি করেছি। তার জন্য আমি শাস্তি নিতে তৈরি। দলের এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক। তবে সাংসদ নির্বাচনের টিকিট দেওয়ার জন্য মায়াবাতীকে ধন্য়বাদ। সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ রমেশ বিদুরি তাঁকে সাম্প্রদায়িক কটূক্তি করলে একাই তার প্রতিবাদ শুরু করেন দানিশ। এনিয়ে অধিকাংশ বিরোধী দলের নেতার সঙ্গে দেখা করে বিদুরির শাস্তির দাবি করেন। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার প্রতিবাদে সংসদের বাইরে প্রতিবাদ করেন।