দেশ

এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা যাবে ৪ জনকে, সংসদে অনুমোদিত অর্থমন্ত্রীর উত্থাপিত বিল

ব্যাঙ্ক গ্রাহকদের জন্য সুখবর ! ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন (সংশোধন) বিল, 2024, ব্যাঙ্ক অ্যাকাউন্টধারীদের অ্যাকাউন্টে 4 জনকে মনোনীত (নমিনি) করার অনুমতি দিয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উত্থাপিত এই বিলটি ধ্বনি ভোটে সংসদের নিম্নকক্ষে অনুমোদিত হয়। বিলের উপর আলোচনার জবাবে, সীতারমন বলেন যে, আমানতকারীদের কাছে এর পর এক বা একই সময়ে 4 জনকে মনোনীত করার বিকল্প থাকবে। চারটি নমিনি যোগ করার বিকল্প প্রসঙ্গে তথ্য দিতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ধারাবাহিক মনোনয়ন নিশ্চিত করে, প্রথম নমিনি পাওয়া না গেলে পরবর্তী নমিনির অধিকার কার্যকর হবে ৷ এর ফলে ধারাবাহিকতা বজায় থাকবে এবং লকারে রাখা জিনিসপত্রের আইনি উত্তরাধিকার সম্পর্কিত জটিলতা কমবে ৷ বিলটি উপস্থাপন করার সময়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন যে, এর উদ্দেশ্য দেশের ব্যাঙ্কিং ব্যবস্থায় নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করা এবং সাধারণ গ্রাহকদের আরও ভাল পরিষেবা প্রদান করা।