দেশ

মার্কিন কংগ্রেসে প্রধানমন্ত্রীর ভাষণ, টুইটে ধন্যবাদ জ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চলতি মাসেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ এই সফরচলাকালীনই তাঁকে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার আন্ত্রণ জানিয়েছে সে দেশের আইনসভা ৷ আগামী ২২ জুন মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেবেন মোদি ৷ তাঁকে এই বক্তৃতা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভ ও সেনেটকে ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী ৷মঙ্গলবার এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ ৷ আমি এই আমন্ত্রণ গ্রহণ করলাম ৷ মুখিয়ে রয়েছি আরও একবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনকে সম্বোধিত করতে ৷ এই টুইটে তিনি ট্যাগ করেছেন মার্কিন হাউস অফ রিপ্রেজেনটেটিভএর স্পিকার কেভিন ম্যাকার্থি সেনেটের মেজরিটি লিডার চাঙ্ক শ্যুমের সেনেটের রিপাবলিকান লিডার মিচ ম্যাকোনেল এবং হাউসের ডেমোক্রেটিক লিডার হাকিম জেফরিসকে ৷ উল্লেখ্য এর আগে 2016 সালের জুন মাসে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইটে এদিন প্রধানমন্ত্রী আরও জানান ভারত আন্তর্জাতিক স্তরে আমেরিকার সঙ্গে কৌশলগত সঙ্গী হতে পেরে গর্বিত ৷ এই দুই দেশই গণতান্ত্রিক মূল্যবোধ মানুষের সঙ্গে মানুষের দৃঢ় বন্ধন বিশ্ব শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করছে ৷ জানা গিয়েছে মার্কিন কংগ্রেসের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভবিষ্যৎ ভারত ও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর মত জানাবেন ৷ আরও জানা গিয়েছে প্রধানমন্ত্রী মোদির সম্মানে ২২ জুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি স্টেট ডিনারের আয়োজন করেছেন ৷ নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাতে পেরে তারা গর্বিত বলে জানানো হয়েছে মার্কিন কংগ্রেসের তরফে ৷ উল্লেখ্য বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ এই সফরে তিনি সেখানে বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়েছেন যোগ দিয়েছেন সেদেশের প্রেস ক্লাবের অনুষ্ঠানেও ৷ প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে ঘুরিয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষও করেন রাহুল ৷ তাঁর এই সফর শেষের পরেই এবার সেই দেশে যেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি ৷”