জেলা

হাওড়ার উলুবেড়িয়ায় অটোতে ধাক্কা লরির, কাটা গেল মহিলার হাত

সাত সকালেই কাজে যাওয়ার মুখে দুর্ঘটনায় কাটা গেল হাত! এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। অটোয় চেপে নার্সিং হোমে ডিউটি করতে যাচ্ছিলেন রেবা মন্ডল নামের এক মহিলা। তখনই লরির ধাক্কায় তাঁর ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। আজ, শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়া শহরের ওটি রোডে। ওই মহিলার বাড়ি হাওড়ার শ্যামপুরের মাধবপুরে। হাত কাটা অবস্থায় রেবা মন্ডলকে প্রথমে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাঁকে পিজিতে স্থানান্তরিত করা হয়। লরিটিকে ধরতে পারেনি পুলিস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা অটোর ডানদিকে বসে ছিলেন। উলুবেড়িয়ার নোনা কামারশালার কাছে উল্টো দিক থেকে আসা লরিটি অটোতে হাল্কা ধাক্কা মারে। সেই ধাক্কা লেগেই মহিলার ডান হাত কেটে রাস্তায় পড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।