কলকাতা

ফের বঙ্গে নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস!

ফের নিম্নচাপের ভ্রুকুটি সাগরে। বৃষ্টি পরিস্থিতি ফের তৈরি হতে আগামী সপ্তাহের মাঝামাঝি। আলিপুর আবহাওয়া দফতরের বিশেষ বার্তায় বলা হয়েছে, আগামী বুধবার উত্তর বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে এবং কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। বঙ্গের উপর মৌসুমী অক্ষরেখা এখন সক্রিয়। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি। এই কারণে আর্দ্রতার পরিমাণও বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী এক সপ্তাহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ, শনিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় মাঝারি ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা হাওয়া বইতে পারে ৷ আগামিকাল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আলিপুর হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ৮ জেলাতেও আগামী বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। আগামী ২১ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বলা যায় আপাতত টানা মুষলধারে বৃষ্টি বিরতির পথে। আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য সতর্কতা। আগামী পরশু, সোমবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী বুধবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পংয়ে। রাজ্যের প্রায় প্রতিটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে তার দাপট কম।