কলকাতা

বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি, সিলিন্ডার প্রতি বাড়ল ৮.৫০ টাকা

অগস্টের শুরুতেই কলকাতায় এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। দেশের চারটি মেট্রো শহরের মধ্যে সবথেকে বেশি দাম বেড়েছে কলকাতায়। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮.৫ টাকা। তার ফলে জুলাইয়ে কলকাতায় যেখানে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৭৫৬ টাকা খরচ হত, অগস্টে সেটার দাম পড়বে ১,৭৬৪.৫ টাকা। দেশের অন্যান্য মেট্রো শহরে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত পড়ছে? দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে প্রতিটি ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ৮০৩ টাকা, ৮০২.৫ টাকা এবং ৮১৮.৫ টাকা। অর্থাৎ গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যে দামে ১৪.২ কেজি ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডার কিনে এসেছেন দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মানুষরা, অগস্টেও সেই টাকা খরচ হবে। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১,৬৫২.৫ টাকা। দিল্লিতে ৭.৫ টাকা বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। মুম্বইয়ে সাত টাকা বেড়ে প্রতিটি ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১,৬০৫ টাকায় ঠেকেছে। চেন্নাইয়ে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭.৫ টাকা। সেই পরিস্থিতিতে অগস্টে চেন্নাইয়ে প্রতিটি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৮১৭ টাকা পড়বে।