এবার মদন মিত্রর বড় ছেলের বিরুদ্ধে মানসিক এবং শারীরিক নির্যাতনের অভিযোগ। অভিযোগকারী তৃণমূল বিধায়কের পুত্রবধূ স্বাতী রায়। ফেসবুকে ভিডিও আপলোড করে মিত্র পরিবারের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন তিনি। যদিও, গোটা বিষয়টিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে দাবি করেছেন মদন মিত্র নিজে। শনিবার ফেসবুকে ভিডিওটি আপলোড করেন মদন মিত্রর বড় ছেলের বউ স্বাতী রায়। তিনি জানান, ২০১৪-তে তৃণমূল বিধায়কের বড় ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পরেই চেনা মানুষটা বদলে যায়। তাঁর অভিযোগ, “বিয়ের পর জানতে পারি যাঁর সঙ্গে বিয়ে হয়েছে সে একটি সাইকোপ্যাথ। ঘুমের ওষুধ খেতো। মুঠো মুঠো ঘুমের ওষুধ খেতো। সঙ্গে মদ্যপান করত। আমার গায়ে হাত তুলতে শুরু করল। অকথ্য ভাষায় গালাগালাজ করত। আমার শ্বশুর-শ্বাশুড়ি প্রচণ্ড চেষ্টা করেছে মারের হাত থেকে বাঁচানোর। কিন্তু, আমি বিচার চেয়েছিলাম। প্রতিবার মার খেতাম, যন্ত্রণা হত। সেই যন্ত্রণা ভোলার আগেই আবার মার খেতাম। সেটার কোনও বিচার আমি পাইনি।” তাঁর দাবী, সমস্ত অভিযোগ সত্যি। কেউ প্রমাণ চাইলে ছবি এবং নথিও দেখাতে পারবেন। দেখুন সেই ভিডিও –


