দেশ

বিক্ষিপ্ত হিংসায় মধ্যপ্রদেশে ভোট পড়ল ৭১.১৬ , শেষবেলায় রক্তাক্ত ছত্তিশগড়ে ভোট ৬৮.১৫ শতাংশ

বিকাল ৫টা পর্যন্ত মধ্যপ্রদেশে ভোট পড়েছে ৭১.১৬ শতাংশ। অন্যদিকে, ছত্তিশগড়ে ভোট পড়েছে ৬৮.১৫ শতাংশ। মধ্যপ্রদেশে একদফায় ২৩০টি বিধানসভা আসনে এদিন ভোটগ্রহণ চলছে। ছত্তিশগড়ে দ্বিতীয় দফায় মোট ৭০টি আসনে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের একবারে শেষ পর্যায়ে ছত্তিশগড়ের গাড়িয়াবন্দ জেলায় আইইডি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে এক আইটিবিপি জওয়ানের মৃত্যু হয়েছে বলে খবর। ওই জওয়ান ভোটকর্মীদের নিরাপত্তা দিচ্ছিলেন। সেই সময়ে বিস্ফোরণ হয়।