মেধাতালিকায় জেলার জয়জয়কার
মাধ্যমিকে মেধাতালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া ও পূর্ব বর্ধমান৷ বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ৬৯৩ নম্বর অর্থাৎ ৯৯ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে রয়েছে ৷ পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডলও ওই একই নম্বর পেয়ে প্রথম হয়েছে ৷ দ্বিতীয়ও হয়েছে দুজন ৷ মালদার আদর্শবাণি স্কুলের কৌশিকী সরকার ও ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের রৌনক মণ্ডল ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে ৷ আসানসোলের উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলের অনন্যা দাশগুপ্ত ও পূর্ব মেদিনীপুরের শ্রী শ্রী বাসন্তী বিদ্যাপীঠের দেবশিখা প্রধান ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৷ ৬৯০ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে চারজন ৷ আলিপুরদুয়ার ম্যাকউইলিয়াম হাইস্কুলের ছাত্র অভীক দাস, মালদার অভিষেক গুপ্ত, হুগলির সাগ্নিক কুমার দে ও কলকাতার শ্রুতর্ষি ত্রিপাঠি ৷ চতুর্থ স্থানে থেকে কলকাতা থেকে প্রথম হয়েছে শ্রুতর্ষি ৷ সে কলকাতার পাঠভবনের ছাত্রী ৷ এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৬.৬6% ৷ রৌনক জানান, জীবনের প্রথম বড় পরীক্ষায় প্রথম হওয়ার পিছনে রয়েছে বাবা-মা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান। এমনটাই বলছে রৌনক । সাফল্যের জন্য কোনও শর্টকার্ট রাস্তা নয়। মন দিয়ে পড়াশোনা-ই এক ও একমাত্র পথ বলে জানিয়েছে বাঁকুড়ার কৃতী ছাত্র। তার প্রিয় বিষয় জীবন বিজ্ঞান ও অঙ্ক। ভবিষ্যৎ জীবনে ডাক্তার হতে চায় সে। তবে শুধু পড়াশোনার মধ্যেই যে ডুবে থাকত সারাদিন এমনটা নয়। রৌনকের কথায়, গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। প্রতিদিনের লেখাপড়া করেও সময় বাঁচিয়ে সত্যজিৎ রায়ের ফেলুদা পড়ত সে ৷ ভালো লাগে ক্রিকেট, শিক্ষামূলক সিনেমাও। একইসঙ্গে রবীন্দ্রসঙ্গীত তার খুব প্রিয়। গত বছরের তুলনায় এ বার পাশের হার বেশি ৷ পাশের হারে কিছুটা পিছিয়ে রয়েছে ছাত্রীরা ৷ পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে ৷ তারপরেই রয়েছে কালিম্পং ৷ এরপর রয়েছে যথাক্রমে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ৷ পরীক্ষার ৭৮ দিনের মাথায় এবার প্রকাশিত হচ্ছে ফলাফল। এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ৭ মার্চ। পরীক্ষা শেষ হয় ১৬ মার্চ। এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিল ১১,২৭,৮০০ জন, পরীক্ষা দিয়েছে ১০,৯৮৭৭৫ জন, পাশ করেছে ৯,৪৯,৯২৭ জন। পরীক্ষা বাতিল হয়েছে ১১ জনের। সেই অনুযায়ী, এ বছর পাশের হার ৮৬.৬০ শতাংশ। ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। www.wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইটে জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানা যাবে। আজই স্কুলগুলি থেকে সার্টিফিকেট ও মার্কশিট সংগ্রহ করতে পারবেন পরীক্ষার্থীরা। আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ মার্চ। প্রথম দিন প্রথম ভাষার পরীক্ষা। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষার। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ মার্চ ভৌতবিজ্ঞান এবং ৪ মার্চ ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।