কলকাতা

আগামী বছর ৭ মার্চ থেকে শুরু মাধ্যমিক, ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক, পরীক্ষা হবে হোম সেন্টারে

আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ৭ মার্চ থেকে শুরু হবে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষা। হোম সেন্টারে অর্থাৎ নিজেদের স্কুলেই মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। একই ভাবে উচ্চ মাধ্যমিকও হবে হোম সেন্টারে। অর্থাৎ স্কুলেই হবে পরীক্ষাগ্রহণ। উচ্চ মাধ্যমিক দ্বাদশের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১টা ১৫ পর্যন্ত। একই দিনে একাদশের পরীক্ষা হবে বেলা ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত। ২ এপ্রিল থেকে শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। উচ্চমাধ্যমিকের প্র্যাক্টিকাল পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ। প্র্যাক্টিকাল পরীক্ষাগুলো স্কুলগুলিই পরিচালনা করবে। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য সংসদ থেকে কোনও আলাদা প্রশ্ন পাঠানো হবে না। গতবার যেমন টপিক দিয়ে দেওয়া হয়েছিল, এবারও উচ্চ মাধ্যমিক সংসদ ওয়েবসাইটে দিয়ে দেবে। স্কুলগুলি নির্ধারিত টপিকের উপর প্রশ্ন করবে। তার ভিত্তিতে প্র্যাক্টিক্যালের মূল্যায়ণ হবে। সোমবার সাংবাদিক সম্মেলনে জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
২০২২ সালের মাধ্যমিকের সূচি –
৭ মার্চ বাংলা
৮ মার্চ ইংরেজি
৯ মার্চ ভূগোল
১১ মার্চ ইতিহাস
১২ মার্চ জীবনবিজ্ঞান
১৪ মার্চ অঙ্ক
১৫ মার্চ ভৌত বিজ্ঞান
১৬ মার্চ ঐচ্ছিক বিষয়