কলকাতা

আজ থেকে শুরু মাধ্যমিক, চলবে স্পেশাল বাস, চালু হেল্পলাইন নম্বর, ফাঁস রুখতে কড়া নিরাপত্তা

২০২৫-এর মাধ্য়মিক পরীক্ষা শুরু হল আজ থেকে। সকল পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে 9টা থেকে। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে বেলা ২টো নাগাদ। কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এবছরের মতো, জানিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ৷এই বছর রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন, যা গতবারের থেকে ৬০ হাজার বেশি। এর মধ্যে ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ এবং ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫ জন। কলকাতা হাইকোর্টের নির্দেশে ১৮১ জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন, যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন ১৪১ জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৮৩টি। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী ২২ ফেব্রুয়ারি। এই বছর প্রশ্ন ফাঁস রুখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখছে মধ্যশিক্ষা পর্ষদ। পাশাপাশি মালদা জেলায় রয়েছে কড়া নজরদারি। সেখানে দু’জন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকছেন। প্রথমদিন প্রবেশের সময় সকাল ৯টা ৩০ মিনিট থাকলেও, পরীক্ষার পরের দিনগুলি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সকাল ১০টা। পরীক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ পরিবহণ ব্যবস্থা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। তবে, এবার বেশ কড়া পদক্ষেপ করেছে পর্ষদ। পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে অ্যাডমিট কার্ড, পেন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবে না। যদি পেনের স্পাউচ, বোর্ড বা জলের বোতল নিয়ে যায়, তবে সেটা সম্পূর্ণ স্বচ্ছ হতে হবে। না-হলে প্রবেশের বাধা দেওয়া হবে। স্কুলের ৫০০ মিটারের মধ্যে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে ফটোকপির দোকান। এছাড়াও, প্রতিটি স্কুলে রয়েছে সিসিটিভি। কোনও অভিভাবক পরীক্ষা কেন্দ্রের ভিতরে প্রবেশের অনুমতি পাবেন না।পরীক্ষা চলাকালীন যদি কারও কাছে কোনও মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক কোনও গেজেট পাওয়া যায়, তাহলে সেই পরীক্ষার্থীর এই বছরের মতো পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্য়ায় ৷

মাধ্য়মিক পরীক্ষার জন্য হেল্পলাইন নম্বর:

তবে পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য চাইতে পারবেন পরীক্ষার্থীরা। মাধ্য়মিক পরীক্ষার জন্যে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম।

  • কন্ট্রোল রুমের যে নম্বরগুলিতে যোগাযোগ করা যাবে সেগুলি হল: 033-23213813, 033-25392277।
  • কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর: 9432610039।
  • পর্ষদের কলকাতার আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর 033-23213811,
  • বর্ধমানের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের নম্বর 034-22662377,
  • মেদিনীপুরের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের নম্বর 034-22275524 এবং
  • উত্তরবঙ্গের আঞ্চলিক অফিসের কন্ট্রোল রুমের নম্বর 035-32999677 বা 8240756371।

অন্যদিকে, আজ থেকে শুরু হচ্ছে মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম এবং ফাজিল। পরীক্ষা শুরু হবে ১০টা ৪৫ মিনিট থেকে। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এই বছর মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৬টি। মোট পরীক্ষার্থী ৬৫ হাজার ২ জন। আজ থেকে শুরু হতে চলা পরীক্ষা শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ৷ পরীক্ষার্থীদের জন্য বিশেষ সরকারি বাস পরিষেবা চালু থাকবে। শুধু আজকেই নয়, আগামী ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ এবং ২২ ফেব্রুয়ারিও বিশেষ সরকারি বাস পরিষেবার ব্যবস্থা করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যে। ওই বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড টাঙানো থাকবে। সেখানে অন্যান্য সকলেই চাপতে পারবেন। তবে মাধ্য়মিক পরীক্ষার্থীদের সেই বাসে অগ্রাধিকার দেওয়া হবে।