কলকাতা

বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা, মে মাসের শেষ সপ্তাহে ফলপ্রকাশ

আগামী ২৩ ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। এর আগে ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি পরীক্ষার ফলপ্রকাশ কবে হবে তা জানিয়ে দেন। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৯৮ হাজার ৭২৪। মে মাসের শেষ সপ্তাহে ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করবে পর্ষদ। পরীক্ষার আগে যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখা হয়েছে। জরুরি ক্ষেত্রে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্কুলে স্কুলে সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে। তিনি আরও জানান, এ বছর মোট ৪০ হাজার ৫০০ পরীক্ষক নিয়োগ হয়েছে। এর মধ্যে প্রধান পরীক্ষক রয়েছেন ১১৫৩ জন। পরীক্ষা চালানোর জন্য ৩৫ হাজার পরিদর্শক থাকছেন। মোট ১২২৬টি সেন্টারের পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছে। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছেন ৯৮৭ জন বিশেষভাবে সক্ষম পড়ুয়া। সেইসকল পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় দেওয়া হবে। সেইসঙ্গে তিনি নিজে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করবেন বলেও জানান। পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, এ বছর দার্জিলিঙ থেকে মাধ্যমিকে বসতে চলেছে ৫৩২৯ জন পড়ুয়া। কালিম্পং থেকে ৩৪৩৯ জন ছাত্র ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে।