কলকাতা

ভুয়ো পরীক্ষার্থী রুখতে মাধ্যমিকের রেজিস্ট্রেশনে গাইডলাইন জারি পর্ষদের

মাধ্যমিকের রেজিস্ট্রেশন ত্রুটি মুক্ত করতে এবার গাইডলাইন প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্কুলগুলিকে একাধিক কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। সূত্রের খবর, ভুয়ো পরীক্ষার্থী রুখতে এই পদক্ষেপ নিয়েছে পর্ষদ। সোমবার, ১৫ জুলাই থেকে শুরু হয়েছে মাধ্যমিকের জন্য অনলাইন রেজিস্ট্রেশন। পর্ষদের কর্তা-ব্যক্তিদের দাবি, গত বছরের অফলাইন রেজিস্ট্রেশনে একাধিক ত্রুটি ধরা পড়েছিল। সেখানে দেখা যায়, বহু স্কুল অন্য শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের নাম নথিভুক্ত করিয়েছে। যা নিয়ে তদন্ত শুরু হলে প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়,ওই ছাত্র-ছাত্রীর একাংশের দু’টি ভিন্ন বোর্ডে রয়েছে নাম।  ত্রুটি দূর করতে এবার অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে সেখানে যাতে কোনও রকমের তথ্য়গত ত্রুটি না থাকে, তার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। গাইডলাইনে কেবলমাত্র পর্ষদ স্বীকৃত স্কুলের পড়ুয়াদেরই নাম নথিভুক্ত করতে বলা হয়েছে। নিয়ম অনুযায়ী, এক বোর্ডের ছাত্র বা ছাত্রী অন্য কোনও বোর্ডে ভর্তি হতে পারে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড বা স্কুল থেকে আনতে হয় ‘মাইগ্রেশন’ সার্টিফিকেট। পর্ষদ সূত্রে খবর, গত বছর অনেকেই নির্ধারিত নিয়ম না মেনে বোর্ড পরিবর্তন করেছিল। ফলে রেজিস্ট্রেশনে জটিলতা তৈরি হয়। এবার যা এড়ানোর সব রকমের প্রচেষ্টা করা হচ্ছে। উল্লেখ্য, পর্ষদের নির্দেশিকায় আরও বলা হয়েছে প্রত্যেক পড়ুয়াকে রেজিস্ট্রেশন ফি বাবদ জমা করতে হবে ১১০ টাকা। ফর্ম পূরণের সময় ছাত্র-ছাত্রীরা নামের আগে কোনও সম্মানজনক শব্দ ব্যবহার করতে পারবেন না। www.wbbsedata.com ওয়েবসাইটে লগ ইনের মাধ্যমে করতে হবে রেজিস্ট্রেশন। ৩১অগাস্ট রাত ১২টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।