কলকাতা

প্রকাশিত হল মাদ্রাসা পরীক্ষার ফলাফল, প্রথম শরিফা খাতুন

প্রকাশিত হল এবছরের মাদ্রাসা পরীক্ষার ফলাফল । পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে এবার শীর্ষে রয়েছে ছাত্রীরা ৷ সোমবার পর্ষদের তরফে এক সাংবাদিক বৈঠকে ২০২২ সালের হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করা হয় । পর্ষদের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, হাই মাদ্রাসার ক্ষেত্রে পাসের হার হল ৮৭.০২ শতাংশ, আলিম পরীক্ষায় পাসের হার ৮৯.৬৭ এবং ফাজিলে পাসের হার ৯০.৬৩ শতাংশ । এবার পরীক্ষা নেওয়ার ৪০ দিনের মাথায় প্রকাশ হল ফলাফল । তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানতে পারবে পড়ুয়ারা ৷ ওয়েবসাইটগুলি হল – www.wbbme.org , www.wbresults.nic.in , www.exametc.com ৷ এছাড়া এসএমএসের মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে ৷ তারা আরও জানিয়েছে যে আজ থেকেই সব হাই-মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার প্রধানদের মাদ্রাসা শিক্ষা পর্ষদের আঞ্চলিক অফিসগুলির বিতরণ কেন্দ্র থেকে মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করতে হবে । এবার পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করেছে রাজ্য মাদ্রাসা বোর্ড । মাদ্রাসা বোর্ডের প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী এবার হাই মাদ্রাসা পরীক্ষায় প্রথম দশটি স্থানে জায়গা পেয়েছে ১৫ জন পড়ুয়া । তার মধ্যে ১০ জনই মালদা জেলার । এই তালিকা অনুযায়ী রাজ্যে প্রথম হয়েছে রতুয়া ২ নম্বর ব্লকের বটতলা আদর্শ হাই মাদ্রাসার ছাত্রী শরিফা খাতুন । তার প্রাপ্ত নম্বর ৭৮৬ ৷ ওই মাদ্রাসারই ইমরানা আফরোজ ৭৭৫ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় হয়েছে । ৭৭৩ নম্বর পেয়ে রাজ্যে যুগ্ম তৃতীয় রতুয়া ১ নম্বর ব্লকের রামনগর হাই মাদ্রাসার ছাত্র মহম্মদ ওয়াকিল আনসারি এবং কালিয়াচক 1 নম্বর ব্লকের দারিয়াপুর বাইশি হাই মাদ্রাসার আজিজা খাতিন । গাজোলের রামনগর হাই মাদ্রাসার ছাত্রী রৌনক জাহান ৭৭১ নম্বর পেয়ে রাজ্যে চতুর্থ স্থান পেয়েছে । ৭৬৯ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান পেয়েছে কালিয়াচকের এনএমএস হাই মাদ্রাসার সানিয়া পারভিন । ৭৬৫ নম্বর পেয়ে যৌথভাবে নবম স্থান পেয়েছে রতুয়া ভগবানপুর হাই মাদ্রাসার মনীষা ইসলাম ও কালিয়াচকের এনএমএস হাই মাদ্রাসার আশিকা খাতুন । বটতলা আদর্শ হাই মাদ্রাসার দুই ছাত্রী মাহিদা খাতুন ও আঞ্জুমানারা ৭৬৩ নম্বর পেয়ে রাজ্যে দশম স্থান অধিকার করেছে ।