কলকাতা

মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা

মহাষষ্ঠীতে জনজোয়ারে ভাসল কলকাতা। রাজপথ থেকে বিভিন্ন অলিগলি ও পুজো প্রাঙ্গণে উপচে পড়ল ঢল। বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। তাই আগাম সতর্ক দর্শনার্থীরা। জনতার ঢল নামতে শুরু করেছিল পঞ্চমীর দিন থেকেই। সরকারি দফতরে এই দিন থেকেই পড়েছিল ছুটি। তাই বেড়েছিল ভিড়। সেই ঢল মহাষষ্ঠীতে বাড়ল আরও। কারণ বিভিন্ন বেসরকারি দফতরে পুজোর ছুটি পড়ে গিয়েছে আজ থেকেই।ইউনেস্কোর মর্যাদা পেয়েছে কলকাতার দুর্গাপুজো। রাজ্যের রাজধানী তথা রাজ্য জুড়ে তাই এবারে ছিল বাড়তি উন্মাদনা। মহালয়ার দিন থেকে দর্শনার্থীরা প্যাণ্ডেল- প্রতিমা দেখতে বেরোচ্ছিলেন। তবে নিম্নচাপের খবর পেয়ে সেই জনতা পঞ্চমী থেকেই নামিয়েছিলেন জনস্রোত। মহাষষ্ঠীতে সেই ভিড় যেন প্লাবন। শ্রীভূমি, নাকতলা উদয়ন সংঘ, বাগবাজার, বালিগঞ্জ কালচারাল, সন্তোষ মিত্র স্কোয়ার, টালা প্রত্যয়, দমদম পার্ক, তরুণ সংঘ, সুরুচি সংঘ, চালতা বাগান, একডালিয়া, বোসপুকুর, চেতলা সহ বিভিন্ন মণ্ডপে দেখা গেল সন্ধ্যে থেকেই উপচে পড়েছে জনতার ঢল। রাস্তাতে ভিড় সামাল দিতে নাজেহাল পুলিশ আধিকারিক, কর্মীরা। ভিড় সামাল দিতে দিতে হাঁফিয়ে উঠছেন স্বেচ্ছাসেবকরাও।  রাজ্যের বিভিন্ন জেলাতেও চিত্রটা একই।