এবার আরও ১৫ দিন মহারাষ্ট্রে বাড়ছে লকডাউন। আজ সে কথাই জানান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। তিনি বলেছেন, ‘পুনে-সহ বেশ কয়েকটি শহরে ফের বেড়েছে সংক্রমণ। সেই কথা মাথায় রেখে আরও ১৫ দিনের জন্য বাড়ানো হচ্ছে লকডাউন। বুধবার গোয়া প্রশাসনও লকডাউনের ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে সোমবার সকাল পর্যন্ত গোয়ার ক্যাসিনো, হোটেল এবং পাবগুলি বন্ধ থাকবে বলে জানিয়েছে গোয়া সরকার। বাড়তে থাকা সংক্রমণের দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র হোটেলের খাবার প্রস্তুত করার পরিষেবা চালু থাকবে বলে বুধবার জানিয়েছে গোয়া সরকার। তবে এই সিদ্ধান্তে প্রভাব পড়বে না হোটেল ব্যবসায়। এমনটাই জানিয়েছে রাজ্য প্রশাসন।


