দেশ

লতা মঙ্গেশকরের প্রয়াণে আগামীকাল সরকারি ছুটি মহারাষ্ট্রে

 সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর প্রয়াণে আগামীকাল, সোমবার সরকারি ছুটি ঘোষণা করল মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের দফতরের তরফে একথা জানানো হয়েছে। সুর সম্রাজ্ঞীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত মহারাষ্ট্রের। প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে রবি-সোম, দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। এই দু’দিন গোটা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক চলাকালীন সরকারি কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে সোমবার বাংলায় অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, সোমবার বেলা ২টোর পর সরকারি দফতর ছুটি। রাজ্যে ১৫ দিন ধরে বাজবে লতার গান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা।’