দেশ

বদলে গেল নাম! ৩০ ডিসেম্বর অযোধ্যার বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে ৩০ ডিসেম্বর অযোধ্যা বিমানবন্দরও উদ্বোধন করবেন তিনি। স্টেশনের নাম বদলের পর এবার বদলে যাচ্ছে অযোধ্যা বিমানবন্দরের নাম৷ শ্রী রামের বদলে বিমানবন্দরের নাম হচ্ছে রামায়ণ রচয়িতা মহর্ষি বাল্মিকীর নামে ৷ প্রধানমন্ত্রীর উদ্বোধনের ৪৮ ঘণ্টা আগে এই নাম পরিবর্তনের জেরে উঠছে একাধিক প্রশ্ন ৷ এর পর আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হবে সম্পূর্ণ পরিষেবা। ওই দিন থেকে অযোধ্যার সঙ্গে জুড়ে যাবে দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ এবং গোয়া। অযোধ্যায় ১৭৮ একর বিস্তৃত একটি সাধারণ বিমানঘাঁটি ছিল। এখন সেটিই দেশের অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে গড়ে উঠছে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ৮২১ একর জমিতে নির্মিত হচ্ছে এই বিমানবন্দর। প্রাথমিকভাবে গড়ে উঠছে ৬৫ হাজার স্কোয়ার ফুটের টার্মিনাল, ঘণ্টায় ২-৩টি উড়ান ওঠানামা করবে এখন থেকে ৷ ২ হাজার ২০০ মিটার দীর্ঘ রানওয়ে নির্মাণ চলছে। পরে তা সম্প্রসারণ হবে ৩ হাজার ৭০০ মিটার পর্যন্ত।