বিধানসভা নির্বাচন আসন্ন। অথচ, এখনও মহারাষ্ট্রের সবক’টি কেন্দ্রে আসন ভাগাভাগি পাকা করতে পারল না রাজ্যের ক্ষমতাসীন মহাযুতি জোট। সমস্যা মেটাতে বৃহস্পতিবার দিনভর ম্য়ারাথন বৈঠক চলে। সেই বঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বয়ং। দীর্ঘ আলোচনার পর বাদবাকি কেন্দ্রগুলি নিয়ে মতবিরোধ দূর হলেও, মূলত মুম্বই ও তার পার্শ্ববর্তী অঞ্চলের ১২টি আসন নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে যাতে জোটসঙ্গীরা কেউ বিদ্রোহ না করে এবং যাতে ওই কেন্দ্রগুলিতে তাদের মধ্য়ে কোনও ‘বন্ধুত্বপূর্ণ লড়াই’ না হয়, তা নিশ্চিত করতে একটি যৌথ অঙ্গীকার করেছে মহাযুতি জোটের সদস্যরা। বিজেপি, শিবসেনা (শিন্ডে) এবং এনসিপি (অজিত পাওয়ার) স্থির করেছে, আপাতত ওই ১২টি আসনে প্রার্থী দেওয়া নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। অন্তত মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত তারা এই সিদ্ধান্ত মেনে চলবে। যদি কোনও জোটসঙ্গী এই ঘটনায় নিজেকে বা নিজেদের প্রতারিত বলে মনে করতে শুরু করে, তারা যাতে শেষ মুহূর্তে জোট ছেড়ে বেরিয়ে না যায়, তার জন্যই এমন কৌশল অবলম্বন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।