জেলা

করোনার জেরে মাহেশের রথযাত্রা বন্ধের সিদ্ধান্ত

করোনা সংক্রমণের আতঙ্কের জেরে ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা এবার বন্ধ রাখা হচ্ছে। বৃহস্পতিবার মাহেশের জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। তবে ৩০ মে জেলা প্রশাসনের সঙ্গে ট্রাস্টি বোর্ডের বৈঠকের পরেই ওই বিষয়ে চূড়ান্ত ঘোষণা হবে বলে মন্দির কমিটির তরফে জানানো হয়েছে। উল্লেখ্য, ৬২৪ বছরে পা দিতে যাওয়া রথযাত্রা নিয়ে টানাপোড়েনের ইঙ্গিত আগেই মিলেছিল। এদিনের বৈঠকে ট্রাস্টিরা বিপুল জমায়েতের বিষয়টি নিয়ে আলোচনা করেন। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, এবছর রথের আয়োজন করা হবে না। তবে জগন্নাথদেবের পুজো সহ যাবতীয় ধর্মীয় আচার পালিত হবে। জগন্নাথ মন্দিরেই মামার বাড়ি যাওয়া ও ফিরিয়ে আনার কাজ করা হবে। জগন্নাথ মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী বলেন, ট্রাস্টি বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বর্তমান পরিস্থিতিতে রথযাত্রা করা সম্ভব নয়। তবে ৩০ মে এনিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে।