তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র সোমবার ‘ক্যাশ ফর কোয়ারি’ মামলায় গত সপ্তাহে লোকসভা থেকে তার বিতর্কিত বহিষ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে সরকারের সমালোচনামূলক প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে দুই কোটি টাকা নগদ এবং ‘বিলাসবহুল উপহার সামগ্রী’ ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে সংসদীয় ওয়েবসাইটের গোপনীয় অ্যাকাউন্টের লগ-ইন তথ্য অন্যকে দেওয়ার অভিযোগও আনা হয়েছিল যাতে হিরানন্দানি সরাসরি সেই প্রশ্নগুলি পোস্ট করতে পারেন। মোদি প্রশাসনের একজন সমালোচক, মৈত্র ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু লগ-ইন বিশদ শেয়ার করার কথা স্বীকার করেছেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এই বিবরণগুলি ভাগ করে নেওয়া এমপিদের মধ্যে সাধারণ অভ্যাস।