জেলা

জয়নগরে তৃণমূল নেতা খুন কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত সিপিএম কর্মী আনিসুর

জয়নগরকাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত আনিসুর লস্কর।  এলাকায় সিপিএম কর্মী হিসাবে পরিচিত এই আনিসুর৷ সঙ্গে আটক আরও ৪। খুনের পর থেকে গা-ঢাকা দিয়েছিল আনিসুর। গত সোমবার জয়নগরে খুন হন তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। স্থানীয় বামনগাছি অঞ্চলের দলের সভাপতি ছিলেন তিনি। ঘড়িতে তখন পাঁচটা নাগাদ। ভোরে মসজিদের নমাজ পড়তে যাচ্ছিলেন সইফুদ্দিন। অভিযোগ, মাঝ-পথে তাঁকে ঘিরে ঘরে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি আওয়াজ শুনে ছুটে আসেন আশেপাশে লোকজন। রক্তাক্ত অবস্থায়  হাসপাতালে নিয়ে গেলে, ওই তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। কেনইবা এই খুন? তদন্তে মূল অভিযুক্ত হিসেবে উঠে আসে আনিসুর লস্করের নাম। এমনকী, মৃতের পরিবারের তরফে থানায় যে এফআইআর করা হয়, সেই  এফআইআরেও তাঁর নাম ছিল। পুলিস সূত্রে খবর, খুনের পর থেকে গা-ঢাকা আনিসুর। শেষ টাওয়ার লোকেশন মেলে বারুইপুর সংলগ্ন হিঞ্চিতে। নদিয়ার হরিণঘাটা থেক শেষপর্যন্ত গ্রেফতার করা হল তাঁকে।