কলকাতা

লালবাজারের বড় সাফল্য, কাকুলিয়ার জোড়াখুনে কাণ্ডে মূল অভিযুক্ত ভিকি ও তার সঙ্গী মুম্বই থেকে গ্রেফতার

গড়িয়াহাটের কাকুলিয়া রোডের জোড়া খুনকাণ্ডে গ্রেফতার প্রধান অভিযুক্ত ভিকি হালদার ও তার সঙ্গী শুভঙ্কর মণ্ডল ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ মুম্বই থেকে তাদের গ্রেফতার করেছে ৷ অভিযোগ, কর্পোরেট সংস্থার কর্তা সুবীর চাকি এবং তাঁর গাড়ির চালক রবীন মণ্ডলকে খুন করে ভিকি হালদার ৷ এই অপরাধের মূল চক্রী ছিল ভিকির মা অর্থাৎ, সুবীর চাকির বাড়ির পরিচারিকা ৷ এই ঘটনায় পুলিশ আগেই ৪ জনকে গ্রেফতার করেছে ৷ ভিকি এবং শুভঙ্করকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হচ্ছে ৷ জানা গিয়েছে, মুম্বইতে গা ঢাকা দিয়েছিল ভিকি এবং শুভঙ্কর ৷ এই ঘটনায় ধৃতদের জেরা করে ভিকির সম্পর্কে তথ্য পান গোয়েন্দারা ৷ পুলিশ সূত্রে খবর, ওইদিন খুনের পর ভিকি পরপর বেশ কয়েকটি ফোন করে ৷ সেগুলি ভিনরাজ্যের বন্ধুদের করেছিল ভিকি ৷ পুলিশ জানতে পারে খুনের পর প্রথম তিনদিন সে রাজ্যেই ছিল ৷ পরে এক বন্ধুর মদতে মুম্বই পাড়ি দেয় ভিকি এবং শুভঙ্কর ৷ পুলিশ সূত্রে খবর, মুম্বই পৌঁছে ভিকি ও তার বন্ধু কালাচৌক থানা এলাকার একটি অভিজাত আবাসনের পার্কিং লটে আশ্রয় নিয়েছিল ৷ সেখানে ভিকি আর শুভঙ্কর নিরাপত্তারক্ষীর কাজ করছিল ৷ পুলিশ মোবাইলের তথ্য ধরে মুম্বইয়ের সূত্র পায় ৷ এর পর সেই মতো মুম্বই পুলিশের সাহায্যে তদন্ত শুরু করে ৷ নিশ্চিত হতেই মুম্বই পাড়ি দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সেখানে মুম্বই পুলিশের সাহায্যে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ আজ তাদের ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে ৷ 3 নভেম্বর পর্যন্ত ভিকি এবং শুভঙ্করকে নিজেদের রিমান্ডে নিয়েছেন গোয়েন্দারা ৷