দেশ

নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে খতম লস্কর কম্যান্ডার

জানা গিয়েছে, অবন্তিপুরায় পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক লড়াইয়ে তিনজন মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি আজ এনকাউন্টারে নিকেশ হয়েছে। জানা গিয়েছে, নিহত জঙ্গিদের মধ্যে একজন পাকিস্তানি। সূত্রের খবর, এনকাউন্টারে নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার হয়েছে একে ৭৪ এবং একে ৫৬ রাইফেল। গুলির লড়াইয়ে যে জঙ্গিদের মৃত্যু হয়েছে, তার মধ্যে অন্যতম হল মুখতার আহমেদ ভাট। কাশ্মীরি পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত লস্কর কমান্ডার মুখতার আহমেদ ভাট একটি বড় হামলার ছক কষেছিল। সূত্রের খবর, নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে আত্মঘাতী হামলার পরিকল্পনা ছিল নিহত জঙ্গিদের। কিন্তু তার আগেই পুলিশ সমস্ত পরিকল্পনার কথা জানতে পারে এবং পালটা এনকাউন্টার চালায়। কার্যত জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা রক্ষীদের এই এনকাউন্টারে সব থেকে বড় সাফল্য মুখতার আহমেদ ভাটের নিকেশ।