জেলা

মালদা ও মুর্শিদাবাদের বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮

রাজ্যে বুধবার দুপুরে বাজ পড়ে মোট ৮জনের মৃত্যু হল। এরমধ্যে মালদা তে মৃত্যু হয় মোট ৭জনের এবং মুর্শিদাবাদের মারা যান ১জন। ওল্ড মালদাতে দুজনের মৃত্যু হয়। কালিয়াচকে মারা যান তিনজন এবং বৈষ্ণব নগরে মারা যান একজন। একটি স্কুলের ১২ জন ছাত্রছাত্রী ও আহত হন।মালদা জেলায় বাজ পড়ে দুটি পৃথক জায়গায় দুজনের মৃত্যু হয়। কালিয়াচক ২ নম্বর ব্লকের বাবলা এলাকায় গাছে আম ভাঙতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুরাতন মালদা ব্লকের মুচিআর আদমপুর এলাকায় একজনের মৃত্যু হয়েছে। তীব্র বৃষ্টি ও বজ্রবিদ্যুতের আতঙ্কে অসুস্থ হয়ে গেছে কয়েকজন স্কুলের ছাত্র-ছাত্রী। মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলা এলাকার একটি হাইস্কুলের ঘটনা। অসুস্থ ছাত্র-ছাত্রীদেরকে আনা হয় বাঙ্গিটোল স্থানীয় হাসপাতাল ও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক করে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে দামিনী অ্যাপ মোবাইলে ডাউনলোড করে আগাম বজ্রপাতের সর্তকতা বার্তা জানার জন্য অনুরোধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ।এর মধ্যে মালদা জেলাও রয়েছে।