কলকাতা

২০১৩ সালের থেকে কম বাহিনী নয়, হাইকোর্টের নির্দেশের পরই তড়িঘড়ি বৈঠক কমিশনের

কলকাতা হাইকোর্টের তরফে এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ২২ টি জেলার জন্য ১৭০০ জওয়ান অপর্যাপ্ত। ২০১৩ সালের ভোটে যা বাহিনী ছিল, তার থেকে কম বাহিনী যেন মোতায়েন না হয়, নির্দেশ দিয়েছে আদালত। আর এরপরই রাজ্য নির্বাচন কমিশনের অফিসে জরুরি ভিত্তিতে বৈঠক শুরু হয়েছে। উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে কমিশনের অফিসে বৈঠক ডাকা হয় সন্ধেয়। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, বাহিনীর সংখ্যা বাড়ানোর যে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের থেকে, সেই বিষয়েই আলোচনা হতে পারে আজকের বৈঠকে। পঞ্চায়েত ভোটের জন্য কত কোম্পানি বাহিনী চাওয়া যেতে পারে, সেই নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য, এদিন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সব জেলায় পর্যাপ্ত বাহিনী মোতায়েনের জন্য ২৪ ঘণ্টার মধ্যে রিকুইজিশন পাঠাতে হবে। একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, ২০১৩ সালের পঞ্চায়েত ভোটে যে কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছিল, এবারের নির্বাচনে যেন তার থেকে কম বাহিনী মোতায়েন না হয়।