রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সাবিত্রী মিত্রের বাড়ির অদূরেই পরপর চলল দুই রাউন্ড গুলি। গুলিবিদ্ধ এক ব্যাক্তি। আহত ব্যক্তির নাম বিপ্লব ঘোষ। ঘটনা মালদার ইংরেজবাজার পুরসভা এলাকায়। ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ সূত্রে খবর। মালদার ইংরেজবাজার পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সদরঘাট পুড়াটুলি এলাকায় শনিবার রাতে বিপ্লব ঘোষ বাড়ি থেকে বেরিয়ে বাজার করতে যাচ্ছিলেন। সেই সময়ে তিনি দেখতে পান পাড়াতেই একদল যুবক ঝামেলা করছে। কী হয়েছে জানতে গিয়েই বিপদে পড়েন বিপ্লব। ঝামেলার মাঝেই পকেট থেকে বন্দুক বের করে উত্তম মণ্ডল নামে এক যুবক গুলি চালায় বলে অভিযোগ। পরপর দুই রাউন্ড গুলি করা হয়। বাম হাতে গুলি লাগে বিল্পব ঘোষের। বাসিন্দাদের অভিযোগ, বেশ কিছু দিন ধরে এলাকায় বহিরাগতদের আনাগোনা বাড়ছে। রাত হলেই নেশার আসর বসছে এলাকায়। গুলি চালনার ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যদিও এই ঘটনার পর থেকেই ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী।
