গোটা দেশ জুড়ে সোমবার সন্ধ্যায় সিএএ কার্যকরী করে কেন্দ্রীয় সরকার। বহুদিন ধরে টালবাহানা চলার পর অবশেষে লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক মুখে এই আইন কার্যকর করার ঘোষণা কেন্দ্রীয় সরকারের। প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে সেই দেশের সংখ্যালঘু নিপীড়িত মানুষদের নাগরিকত্ব দেওয়ার কারণেই এই আইন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই আইন কার্যকরী করার সময় যদি ‘নিঃশর্ত’ নাগরিকত্ব না দেওয়া হয়, তাহলে তিনি নিজে ধরনায় বসবেন বলে হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। বিষয়টি নিয়ে এদিন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, ‘ আমাদের হাতে বিজ্ঞপ্তি আসুক। যদি দেখি নিঃশর্ত নাগরিকত্বের কথা বলা হয়েছে, তাহলে ভালো কথা। যদি সেটা না থাকে, তাহলে আন্দোলনে নামব।’ তাঁর ব্যাখ্যা, এই আইন মোতাবেক নিঃশর্ত ভাবে বাইরের দেশ থেকে আসা মানুষের নাগরিক হিসেবে ঘোষণা করা উচিত। এখানে যদি কোনও নথি চাওয়া হয়, তাহলে তার বিরোধিতা করা হবে।