কলকাতা

‘গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘুরুন,’ নির্বাচনে হেরে যাওয়া এলাকার নেতাদের পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

লোকসভা নির্বাচনে বিপুল জয় এসেছে৷ কিন্তু এখন থেকেই ২০২৬-এর প্রস্তুতি শুরু করে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ যার প্রথম ধাপ হিসেবে লোকসভা ভোটে যে এলাকাগুলিতে তৃণমূল হেরেছে, সেখানে মানুষের ক্ষোভ প্রশমনে উদ্যোগী হতে দলের নেতা, কর্মীদের পরামর্শ দিলেন তৃণমূল সুপ্রিমো ৷ এ দিন একুশে জুলাইয়ের সমাবেশ মঞ্চ থেকে দলের নেতা, কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো পরামর্শ, হেরে যাওয়া এলাকায় গিয়ে মানুষের কাছে ভুলের জন্য প্রয়োজনে ক্ষমা চাইতে হবে৷ পাশাপাশি দলের নেতাদের গাড়ি ছেড়ে পায়ে হেঁটে গ্রামে ঘোরার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি এও বলেন, ‘যেখানে আমরা জিতিনি, সেখানে গিয়ে মানুষকে গিয়ে বলবেন, আমাদের ক্ষমা করবেন৷ হয়তো আমাদের বিশ্বাসযোগ্যতায় খামতি ছিল৷ ভবিষ্যতে যাতে তা না হয়, আমরা দেখব৷ মনে রাখবেন, গাড়িতে ঘোরার চেয়েও পায়ে হেঁটে গ্রামে ঘোরা ভাল৷ তাতে শরীর, মন ভাল থাকে৷ বড় বড় গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোরা ভাল, সাইকেলে ঘোরা ভাল৷’ এ দিন বক্তব্য রাখতে গিয়ে বার বারই দলের নেতাদের কোনওরকম অন্যায়, দুর্নীতি থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক থাকতে বলেছেন মমতা৷ স্পষ্ট হঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে দলের কারও বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেই উপযুক্ত পদক্ষেপ করা হবে৷ জনপ্রতিনিধিা মানুষকে পরিষেবা না দিলে তাঁদের সঙ্গেও সম্পর্ক ছেদ করবে দল৷ লোকসভা নির্বাচনে গোটা দক্ষিণবঙ্গে ভাল ফল করলেও উত্তরবঙ্গ নিয়ে তৃণমূলের চিন্তা দূর হয়নি৷ মালদার মতো জেলায় ব্যর্থতার জন্য হতাশাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর গলায়৷ তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গেও ভাল ফল করবে তৃণমূল৷