কলকাতা

আজও কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহার, কমিশন নীরব দর্শক, টুইটে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

ফের একবার কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে কমিশনের তাণ্ডবে এই তৃতীয় দফাতেই নীরব দর্শক কমিশন। এমনটাই মত মমতা বন্দ্যোপাধ্যায়ের। মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, আরও একবার কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহার করা হচ্ছে। জায়গায় জায়গায় কেন্দ্রীয় বাহিনী উর্দি পরেই তৃণমূলের ভোটারদের বাধা দিচ্ছে। একটি দলের পক্ষে ভোট করানো হচ্ছে। আমাদের তরফে বারংবার অভিযোগ করা হলেও এবারেও কমিশন নীরব। মমতার অভিযোগের প্রেক্ষিতে জানানো, এ দিন ভোটগ্রহণ শুরু হতেই নানা জায়গা থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আসে সিআরপিএফ এর বিরুদ্ধে। গোঘাটের ফুলঝোরে বাহিনীকে ঘিরে বিক্ষোভও দেখায় সাধারণ মানুষ। অভিযোগ তারা মারধর করেছে সাধারণ মানুষকে। সাতসকালে অভিযোগ এসেছে রায়দিঘি থেকেও। এই কেন্দ্রের ২৪ নং বুথে মহিলা ভোটারদের বিজেপির পক্ষে ভোট দেওয়ার জন্য ধমকি দিচ্ছে কয়েকজন সিআরপিএফ জওয়ান।