কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে ৷ বীরভূমের ইলামবাজারে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, “ভোটার তালিকা সংশোধনের নামে এনআরসি করার চক্রান্ত করা হয়েছে ।” মঙ্গলবার ইলামবাজারে প্রশাসনিক মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে খুব অত্যাচার হচ্ছে । অসম, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, যেখানে যেখানে বিজেপির সরকার আছে, সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে । জোর করে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে ৷ পরিযায়ী শ্রমিকদের থানায় থানায় ঘোরানো হচ্ছে । আমি এর প্রতিবাদ করেছিলাম ।” নির্বাচন কমিশনের এসআইআরের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন করে ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালু করার চক্রান্ত করেছে । কারও ভোটার লিস্টে নাম বাদ গেলে প্রতিবাদ করবেন । বিজেপিকে বাংলার মানুষ সইবে না ।” বাংলাভাষীদের হেনস্তার ঘটনা প্রসঙ্গে এদিন ফের ভাষা সন্ত্রাসের অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, “বাংলা ভাষার উপর অত্যাচার মানব না । রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, নেতাজি, কাজী নজরুল ইসলাম, মাতঙ্গিনী হাজরার উপর অত্যাচার মানব না ।” প্রশাসনিক সভা থেকে এদিন ১ হাজার ১৪২ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি বীরভূম থেকে পশ্চিম বর্ধমান জেলার যাতায়াতের অজয় নদের উপর ‘জয়দেব’ সেতুর উদ্বোধন করেন তিনি । যা ১৩৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে । এছাড়াও, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ১০ হাজার মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা হল ৷ দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার রোডে সেতু, উত্তর ২৪ পরগনার বসিরহাটে ১০ শয্যা বিশিষ্ট ডায়লিসিস ইউনিটেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেন, বিধায়করা তাঁদের তহবিল থেকে 10 লক্ষ টাকা, সাংসদরা 1 কোটি টাকা ও প্রত্যেক জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি তাঁদের উন্নয়ন তহবিল থেকে 5 শতাংশ করে টাকা বরাদ্দ করবে ৷ এই টাকায় রাজ্যজুড়ে উন্নয়নমূলক কাজ করা হবে ৷


