কলকাতা

কেন্দ্র-রাজ্য সংঘাত আবহের মধ্যেই মুখোমুখি নিরাপত্তা পরিষদের বৈঠকে মমতা-শাহ, নবান্নে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

কেন্দ্র-রাজ্য সংঘাত আবহেই মধ্যেই শনিবার নবান্নে মুখোমুখি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পরিকল্পিত সূচি অনুযায়ী, পূর্বাঞ্চলীয় কাউন্সিলের বৈঠকে পৌরহিত্য করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা থেকে নবান্নে এই বৈঠক শুরু হয়েছে। চলবে বেলা ১টা পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশিই এই বৈঠকে উপস্থিত বিহারের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওডিশার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তুষারকান্তি বেহেরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ও কেন্দ্রীয় বাহিনীর প্রধানরাও রয়েছেন এই বৈঠকে। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এদিন বৈঠকে এক দেশ, এক পুলিশ ভাবনা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। ডিভিসি-র জলছাড়া, মহানন্দা ও ময়ূরাক্ষীর জল বণ্টন নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা। পাশাপাশি ফ্রেট করিডর তৈরির জমি অধিগ্রহণ, বনাঞ্চল, খনি-সহ প্রায় ৪০টি বিষয় আলোচ্যসূচিতে রয়েছে।