জেলা

পৌরনির্বাচনে বিপুল জয়ের পর শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানিয়ে গৌতম দেবকে মেয়র ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ি পৌরনির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের জন্য শিলিগুড়িবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার শিলিগুড়িতে তিনি বলেন, “তৃণমূলের উপর আস্থা রাখার জন্য শিলিগুড়িবাসী, উত্তরবঙ্গের মানুষকে ধন্যবাদ ৷ আমরা কৃতজ্ঞ ৷ যত জিতব তত আমাদের নম্র হতে হবে ৷” গৌতম দেবকে এদিন শিলিগুড়ির মেয়র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷ তিন দিনের উত্তরবঙ্গ সফরে রবিবার বিকেলেই শিলিগুড়ি পৌঁছেছেন মমতা

বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে এদিন শিলিগুড়িতে তাঁর মূর্তিতে মালা দেন মুখ্যমন্ত্রী ৷ তারপর উপস্থিত জনতাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “শিলিগুড়ির উন্নয়ন করেছে রাজ্য সরকার, শিলিগুড়ি এখন গেটওয়ে ৷ গজলডোবায় ভোরের আলো সাফারি পার্ক হয়েছে ৷ কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তার উন্নয়ন হচ্ছে ৷ এর ফলে 6 ঘণ্টায় শিলিগুড়ি থেকে কলকাতায় পৌঁছনো যাবে ৷