ফের বিক্ষোভে মুখে শুভেন্দু অধিকারী। আজ দুপুরে আশুতোষ কলেজের সামানে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারান শুভেন্দু অধিকারী। ৪ পুরসভায় ভরাডুবির পর মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কলকাতার আশুতোষ কলেজে গাড়ি থেকে নেমে তেড়ে গেলেন পড়ুয়াদের দিকে! কোনওমতে পরিস্থিতি সামাল দিলেন নিরাপত্তারক্ষী ও পুলিসকর্মীরা। এদিন কলকাতায় পুলওয়ামা শহিদ দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান আয়োজন করে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতি। আশুতোষ কলেজের বাইরে। সেই অনুষ্ঠানে যোগ দিতে যান শুভেন্দু অধিকারী। কিন্তু যখন অনুষ্ঠানস্থলে পৌঁছন, তখন বিরোধী দলনেতাকে কার্যত ঘিরে ধরে প্রায় শতাধিক পড়ুয়া স্লোগান দিতে থাকেন, “চোর চোর চোরটা, শিশির বাবুর ছেলেটা”। আর তাতেই ঘটে বিপত্তি। ছাত্রছাত্রী এবং শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের মধ্যে ধস্তাধস্তিও হয় খানিক।