জেলা

রাতে জলপাইগুড়িতে পৌঁছেই আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, দেখা করলেন নিহতদের পরিবারের সঙ্গে

ক্ষণিকের ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়িতে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়াতে রাতেই উত্তরবঙ্গে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আগামিকাল সোমবার আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী জানান, সরকার সর্বতোভাবে দুর্গতদের পাশে আছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাতেই জলপাইগুড়ি সদরে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমি দেখলাম ভয়াবহ ঝড়টা এসেছিল। ক্ষণিকের জন্য। ক্ষতি কোচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে। কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা হল ৫ জন মারা গিয়েছেন। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাতেই। আরেকজনকে উত্তরবঙ্গ হাসপাতালে শিফট করা হচ্ছে। কাল বিকালে অভিষেক আসবে, দেখে নেবে। রাজ্য সরকার সম্পূর্ণ পাশে আছে। তবে এখন যেহেতু এমসিসি (নির্বাচনের আদর্শ আচরণবিধি) কোড চলছে প্রশাসন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে।” এদিন রাতেই ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নিহতদের বাড়ি গিয়ে পরিবারকে সমবেদনা জানান তিনি।