বিনোদন

অমিতাভ বচ্চনের বাসভবনে মুখ্যমন্ত্রী, রাখি পরিয়ে বিগ বিকে দুর্গাপুজোয় আমন্ত্রণ মমতার

মুম্বই সফরে অমিতাভ বচ্চনের বাসভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুম্বই পৌঁছেই এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ সোজা অমিতাভ বচ্চনের বাংলো জলসাতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও তাঁদের মেয়ে আরাধ্যা। অভিষেক মমতাকে প্রণাম করেন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের নিয়মিত অতিথি তিনি। এ বার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও অভিনেতা অমিতাভ বচ্চনকে আমন্ত্রণ জানিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলসায় পৌঁছে অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘অমিতাভ বচ্চনকে ভারত রত্ন দিতে হবে, না হলে জনতার তরফ থেকে আওয়াজ উঠবে’। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমি ওঁকে আমন্ত্রণ জানাই। এবারও শাহরুখ, সলমান ও অনিল কাপুর যাবেন। আমি আজকে ওঁকে রাখি পরিয়েছি। আমরা ভাই বোনকে রাখি পরাই আজকের দিনে। রাখির দিন জলসায় আসতে পেরে ভাল লাগছে।’ বৃহস্পতিবার বিরোধী জোট ইন্ডিয়ার নেতারা ফের একবার বৈঠকে বসতে চলেছেন। সেই বৈঠকে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী। জলসায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা সবাই এক। আমরা INDIA পরিবারের সদস্য। আমরা দেশকে বাঁচাব।’  উল্লেখ্য, বিগত বছর গুলিতে প্রদীপ জ্বালিয়ে কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন অমিতাভ। শুধু তাই নয়, মঞ্চে দাঁড়িয়ে নিজের পরিচয় দিয়েছিলেন ‘বাংলার জামাই’ বলে।