দেশ

দেশবাসীর কল্যাণে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধা জানালেন মুম্বই পুলিশ মেমোরিয়ালকে

৩ দিনের মুম্বই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর ৩ টের বিমানে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিমান মুম্বইতে পৌঁছায় বিকেল ৫টা নাগাদ। অন্যদিকে আগেই জানা গিয়েছিল মমতার এই মুম্বই সফরে তাঁর সফর সঙ্গী হবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রাতেই তিনি মুম্বই পৌঁছবেন বলে জানা গিয়েছে। এদিন বিমানবন্দর থেকেই সরাসরি সিদ্ধি বিনায়ক মন্দিরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে হাতে পুজো দিয়ে প্রার্থনা করলেন তৃণমূল সুপ্রিমো। জানালেন, ‘বহুবার মুম্বই এলেও সিদ্ধি বিনায়ক মন্দিরে আসার সৌভাগ্য এই প্রথমবার হল। বহুদিনের ইচ্ছা ছিল এই মন্দির দর্শন করার। শেষ পর্যন্ত আজ মন্দিরে আসতে পেরে আমি খুব খুশি। আমি মন্দির কমিটিকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই মন্দির দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য।’ এদিন মুম্বই পুলিশ মেমোরিয়ালে শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সন্ধ্যা ৬ টার দিকে তিনি শহীদ তুকারাম ওম্বলে স্মৃতিসৌধে যান এবং ২৬/১১-এর হামলায় শহিদ পুলিশ অফিসারদের শ্রদ্ধা জানান। সেখান গিয়েও তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং জানান, ‘২৬/১১-এর হামলায় যারা নিজের জীবন দিয়ে দেশবাসীর প্রাণ রক্ষা করছেন আমি তাঁদের প্রমাণ জানাই। তাঁদের এরি বলিদান সমগ্র দেশের মানুষ আজীবন মনে রাখবেন। সেই সঙ্গে তিনি জানান এদিন সন্ধ্যাবেলাতেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরের পুত্র আদিত্য থাকরের সঙ্গে তিনি মুখোমুখি সাক্ষাৎ করবেন।