জেলা

‘আমি ওঁকে সাংসদ করেছিলাম, মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস-এর পায়ে,’ রায়গঞ্জ থেকে তোপ মমতার

লোকসভা নির্বাচনের প্রচারে গিয়ে অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন রাজয়গঞ্জে দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করতে গিয়ে মিঠুনকে ‘বাংলার গদ্দার’ বলে আক্রমণ করেন তৃণমূলনেত্রী৷ রায়গঞ্জের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার সাংসদ করেছিলাম৷ জানতাম না তিনি বাংলার আর এক গদ্দার৷ শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য আরএসএস-এর পায়ে গিয়ে পড়েছিল৷ মনে পড়ে, বিয়ে পিঁড়িতে হানা দিয়ে ছেলেকে ধরেছিল৷ তার পর মুম্বইতে গিয়ে আরএসএস-এর অফিসে পড়েছিল, আর এখন বলে আমি বিজেপি-র সেবক৷’ ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন মিঠুন৷ কিন্তু সাংসদ নির্বাচিত হওয়ার পরেই সারদা চিটফান্ড কাণ্ডে নাম জড়ায় মিঠুনের৷ এর পর মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই ২০১৬ সালে সাংসদ হিসেবে পদত্যাগ করেন তিনি৷  এর পর থেকেই তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্কে অবনতি ঘটতে থাকে৷  ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দেন মিঠুন৷ যদিও ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি৷ এবারেও লোকসভা নির্বাচনের প্রচারে বিজেপি-র তারকা প্রচারকের তালিকায় মিঠুনের নাম রয়েছে৷ এ দিন রায়গঞ্জের সভা থেকে আগাগোড়াই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও ভাঁওতাবাজ বলে কটাক্ষ করেন তিনি৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, গোটা রাজ্যের মতোই রায়গঞ্জেও বিজেপিকে সাহায্য করার জন্য প্রার্থী দিয়েছে কংগ্রেস৷ বাংলায় তৃণমূলই ইন্ডিয়া জোট বলেও দাবি করেন মমতা৷