শুরু হয়ে গেল লোকসভা ভোট। আজ, শুক্রবার প্রথমদফা। সকাল থেকে ভোটগ্রহণ চলছে আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৭ মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদে। এদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ায় নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা। মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘৩ মাস পর দেশ থেকে বিজেপিকে গুটিয়ে দেব। কেন্দ্রের সরকার হলে ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব। আমরাই নেতৃত্ব দেব। বাংলাই নেতৃত্ব দেব’। তিনি এও বললেন, ‘দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারব, কিন্তু NRC করতে দেব না। ক্যা করতে দেব না। আমার অভিন্ন দেওয়ানি বিধিও বাংলায় চালু করতে দেব না’। কেন? তৃণমূল নেত্রীর দাবি, ‘CAA-তে আবেদন করলেই বিদেশি হয়ে যাবেন। পরিযায়ী শ্রমিকরা ভোট না দিলে NRC-CAA-তে ঢুকিয়ে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে পরিচিতি হারাবেন মানুষ’। এদিকে চব্বিশে লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে জোট বেঁধেছে। খাতায়-কলমে সেই জোটের শরিক তৃণমূল। কিন্তু বাংলায় ৪২ আসনেই লড়ছে তারা। মমতা বলেন, ‘মনে রাখবেন, বাংলায় INDIA জোট নেই, আমরা আছি। কেন্দ্রের সরকার হলে ইন্ডিয়া জোটের, ইন্ডিয়া জোটকে আমরা সাহায্য করব। আমরাই নেতৃত্ব দেব। বাংলায় নেতৃত্ব দেব। এখানে সিপিএম-কংগ্রেস, বিজেপির দালালি করে। তাই আমাদের সাথে ওদের সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম আসন সমঝোতা করেছে। বিজেপির থেকে কিছু কিছু নিচ্ছে, আর দিচ্ছে’।