দেশ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, জল্পনা তুঙ্গে

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। শনিবার কলকাতার বাইপাসের ধারে এক বেসরকারি হোটেলে দুজনের বৈঠকের সম্ভাবনা। পাশাপাশি শনিবার একটি অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। নবান্ন সূত্রে খবর, শনিবার কলকাতায় আসছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় শুক্রবার বিকেলে কলকাতায় আসছেন। বিকেল ৫ টায় আসবেন কোলকাতা হাইকোর্টে। ঘুরে দেখবেন একটু। সঙ্গে থাকবেন বিচারপতি গভৈ, বিচারপতি দীপঙ্কর দত্ত। সন্ধে ৬:৩০ করবেন টাউন হল। হাইকোর্ট বার লাইব্রেরি ক্লাবে’র ২০০ বছর পূর্তি অনুষ্ঠান তিনি যোগ দেবেন।