কলকাতা

বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছেঃ মুখ্যমন্ত্রী

বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের দ্বিতীয় দিন মঞ্চ থেকে রাজ্যের কর্মসংস্থানে উন্নয়নের দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, ‘বেঙ্গলে ৪২ শতাংশ কর্মসংস্থান বেড়েছে, যখন দেশে ৪০ শতাংশ কর্মসংস্থান কমেছে।’ এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ‘বাংলার উন্নয়নে বাধা দিচ্ছে বিজেপি।’ এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘ছোট চায়ের দোকান মানে ছোট ব্যাপার নয়। বড় বড় হোটেলের ধার থেকে রাস্তার ধারে থাকা ছোট ছোট হোটেলগুলোও গুরত্বপূর্ণ। পর্যটনে আমরা অনেক হোম স্টে তৈরি করেছি। ক্ষুদ্র শিল্পদের বলব আপনারা আপনাদের ব্র্যান্ডকে ব্যবহার করুন। আপনারা ভাববেন না যে আপনারা ছোট। ৫০ কোটি থেকেও আপনারা ১০০০ কোটি টাকা আয় করতে পারেন।’ মুখ্যমন্ত্রী বলেন, ‘গ্রামই এখন গ্রোথ সেন্টার। কৃষি থেকে সৃজনশীলতা, দিশা দেখাচ্ছে গ্রাম। শুধু চর্মশিল্পে ১০ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বাংলায় ৯০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মহিলারা কর্মসংস্থানে এগিয়ে।’